পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বেলাল হোসেন নামে এক ব্যাটারী চালিত রিকশা-ভ্যান চালক নিহত হয়েছে।
আজ শনিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বেলাল পীরগঞ্জ উপজেলার বীরহলী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান অশ্রু প্রাইভেট কার নিয়ে নিজ বাড়ি বীরহলীতে যাওয়ার পথে ভেমটিয়া নামে এলাকায় সিমেন্ট বোঝাই একটি রিকশা-ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।